রাত ৯টা, ১১ জুলাই, এনটিভি

একক নাটক: শুধু তোর জন্য!

রচনা: অয়ন চৌধুরী
পরিচালনা: সাখাওয়াৎ মানিক
অভিনয়: মেহজাবীন, নিশো, তানভীর


জিসান (আরফান নিশো) ও পরমা (মেহজাবিন চৌধুরী) খুব ভালো বন্ধু। দু’জনেই দু’জনকে পছন্দ করে। কিন্তু মুখ ফুটে কখনোই ভালোবাসার কথা বলা হয়নি। মিউজিক নিয়ে সারক্ষণ টুংটাং করা জিসানের এখনো কোনো ক্যারিয়ারে সফলতা দেখা যায়নি। ফলে তার যাবতীয় খরচপাতি পরমাই চালায়। একদিন ছোট্ট একটি ঘটনায় দু’জনের মধ্যে তুমুল ঝগড়া হয়। এরপর থেকেই জিসান উধাও।

এদিকে পারিবারিকভাবে পরমার বিয়ের কথাবার্তা চলতে থাকে রায়হানের (তানভীর) সঙ্গে। সামাজিকভাবে রায়হান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি। টাকা-পয়সাও অনেক। বাবার ব্যবসা দেখাশুনা করার ফলে নিজেও কোম্পানির একজন অংশীদার। একদিন রেস্টুরেন্টে পরমা তার জীবনের সব কথা রায়হানের সঙ্গে শেয়ার করতে থাকে। ফ্ল্যাশব্যাকে উঠে আসে একের পর এক ঘটনা। একদিন দেখা মিলে জিসানের। পরমা তাহলে এখন কোথায় যাবে? সঙ্গীত নিয়ে পড়ে থাকা অনিশ্চয়তার ভবিষ্যৎ জিসানের কাছে, নাকি নিশ্চয়তা জীবন রায়হানের কাছে! এমনই এক প্রশ্নের মুখোমুখি হয় নাটক ‘শুধু তোর জন্য’র কেন্দ্রীয় চরিত্র পরমা।

অয়ন চৌধুরীর রচনা ও সাখাওয়াৎ মানিকের পরিচালনায় নাটকটি এনটিভিতে প্রচারিত হবে।

সাতদিন/এমজেড

১১ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›