দুপুর ১২টা ২০ মি, ১১ জুলাই, এনটিভি

একক নাটক: সম্পর্কের গল্প

রচনা ও পরিচালনা: মাবরুর রশিদ বান্নাহ
অভিনয়: তাহসান, উর্মিলা, সাজু খাদেম


এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘সম্পর্কের গল্প’। সাহিলের বয়স যখন পাঁচ তখন কামাল সাহেব তাকে একটি এতিমখানা থেকে নিয়ে আসেন। পালকপূত্র বলে তার কোন রকম অযতœ ছিল না। বিশ বছর পর কামাল সাহেবের নিজের একমাত্র ছেলে নয়ন বিদেশ থেকে উচ্চ শিক্ষা শেষে দেশে এসে দেখতে পায় সাহিল তার বাবার ব্যবসা দেখাশোনার দায়িত্ব পালন করছে। নয়ন অফিসে জয়েন করে সব কলিগদের সাথে পরিচিত হতে গিয়ে অফিস কলিগ দিহানকে দেখে ভাল লেগে যায়। নয়ন শরণাপন্ন হয় সাহিলের। সাহিল পড়ে বিপদে। কারণ সেও দিহানকেই পছন্দ করে ফেলেছে। নয়নের পরিবারের প্রতি কৃতজ্ঞতা বোধ আর নিজে দিহানকে ভাললাগার কথা বলতে না পারার অপূর্ণতার মাঝে পড়ে যায় সাহিল।

মাবরুর রশিদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তাহসান, উর্মিলা, সাজু খাদেম, তৌফিকুল ইসলাম ইমন প্রমূখ।

সাতদিন/এমজেড

১১ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›