টার্মিনেটর সিরিজের ৫ম সিনেমা
টার্মিনেটর জেনিসিস
পরিচালনা: অ্যালান টেইলর
অভিনয়: আর্নল্ড শোয়ার্জনেগার, জ্যাসন ক্লার্ক, এমিলিয়া ক্লার্ক, জ্যাই কোর্টনি
ভবিষ্যতের এক দুর্যোগপূর্ণ সময়ের কথা যখন পুরো মানব জাতি অস্তিত্ব রক্ষার্থে জন কনর-এর নেতৃত্বে স্কাইনেট নামক যান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়ে যাচ্ছে। স্কাইনেট হলো এক ধরণের কৃত্রিম বুদ্ধি যা দ্বারা পরিচালিত হয় অত্যাধুনিক রোবট। এই কৃত্রিম বুদ্ধি মানুষের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে মানব জাতির বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে।
এই লড়াই যখন চলছে তখন জন কনর-এর মা সারা কনরকে হত্যার উদ্দেশ্যে ১৯৮৪ সালের সময়ে টাইম মেশিনের মাধ্যমে রোবট আততায়ী নিয়োগ করা হয়। ভবিষ্যৎ থেকে এই রোবট ১৯৮৪ সালে এসে উপস্থিত হয় সারাকে হত্যা করতে। অপরদিকে মানব জাতির পক্ষ থেকে একজন টার্মিনেটর গার্জিয়ান নিয়োগ করা হয় সারাকে বাঁচাতে। এই দুই দুর্ধর্ষ রোবট এক অন্তহীন দ্বন্দ্ব লিপ্ত হয়। এ হলো শুভ এবং অশুভর যুদ্ধ। এমন এক ঘটনাকে চিত্রায়িত হতে দেখা যায় টার্মিনেটর সিরিজের ৫ম সিনেমা ‘টার্মিনেটর জেনিসিস’-এ।
১২৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ১ জুলাই ২০১৫ তারিখে। অ্যালান টেইলরের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন আর্নল্ড শোয়ার্জনেগার, জ্যাসন ক্লার্ক, এমিলিয়া ক্লার্ক, জ্যাই কোর্টনি’সহ আরও অনেকে।
প্রদর্শনীর সূচি:
ব্লকবাস্টার (৩ডি)- দুপুর ২:৫০
যোগাযোগ:
ব্লকবাস্টার:
ফোন নাম্বার: ৮৪১৩৭৬৮, ৮৪১৩৭৬৬, ০১৯১৩৩৯৯০১৫, ০১৯১৩৩৯৮০৫১, ০১৯১৩৩৯৮৯০৫
ই-মেইল: customercare@blockbusterbd.com
সাতদিন/এমজেড