অ্যানিমেশন ফিল্ম

মিনিয়নস

পরিচালনা: পিয়েরে কফিন

মিনিয়ন হলো অতি ক্ষুদ্রাকৃতির জীব যারা সময়ের শুরু থেকেই এই মহাবিশ্বে অস্তিত্বশীল। প্রথমে তারা হলুদ রঙের এক কোষী প্রাণী হিসেবে ছিল এবং পরে বহুকোষীতে পরিণত হয়। তাদের কাজ হলো প্রতিভাবান খলনায়কদের সহযোগিতা করা। দুঃখজনক ভাবে তারা যাদেরকে সহযোগিতা করেছে তাদেরই শেষ পর্যন্ত পতন হয়েছে। টি-রেক্স নামের এক গুহামানব, মিশরের ড্রাকুলা ফেরাউন, এমনকি নেপোলিয়ানকেও তারা নায়ক হিসেবে দেখেছে এবং সহযোগিতা করেছে যারা সবাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

নেপোলিয়ানের পতনের পর মিনিয়নরা হতাশাগ্রস্থ হয়ে পড়ে এবং এন্টার্কটিকায় বসবাস শুরু করে। এই অবস্থায় কেভিন নামের এক মিনিয়ন তার বন্ধু স্টুয়ার্টকে সাথে নিয়ে নতুন খলনায়কের সন্ধানে বেরিয়ে পড়ে। নিউইয়র্ক শহরে তারা পেয়ে যায় খলনায়ক নয়, বিশ্বের প্রথম মহাখলনায়িকাকে। এ নিয়েই এগিয়ে যায় মজার এই এনিমেশন সিনেমা।

প্রদর্শনীর সূচি:

ব্লকবাস্টার- বিকাল ৫:৩০


যোগাযোগ:

ব্লকবাস্টার:

ফোন নাম্বার: ৮৪১৩৭৬৮, ৮৪১৩৭৬৬, ০১৯১৩৩৯৯০১৫, ০১৯১৩৩৯৮০৫১, ০১৯১৩৩৯৮৯০৫
ই-মেইল: customercare@blockbusterbd.com

সাতদিন/এমজেড

৩০ সেপ্টেম্বর ২০১৫

মুভি

 >  Last ›