সকাল ১০টা ২০ মি, ১২ জুলাই, বৈশাখী টিভি

আলাপ-এর অতিথি

কলকাতার সংগীতশিল্পী আকাশ সেন

প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা জাহান


বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি আড্ডার আসর ‘আলাপ’-এর এবারের পর্বের অতিথি ভারতীয় বাঙালী সংগীতশিল্পী ও সংগীতপরিচালক আকাশ সেন। দুই বাংলায় সমান জনপ্রিয় সংগীত জগতের এই তারকা মূলত চলচ্চিত্রের সংগীত নিয়ে কাজ করে থাকেন। চলচ্চিত্রের প্লেব্যাকে কন্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজনেও পারদর্শী তিনি। দুই বাংলার যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘রোমিও ভার্সেস জুলিয়েট’-এ তাঁর গাওয়া গান দর্শক-স্রোতাদের মন জয় করেছে।

পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে। অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন শান্তা জাহান।

সাতদিন/এমজেড

১২ জুলাই ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›