রাত ৮ টা ৪০ মি,মাছরাঙা টিভি

ধারাবাহিক নাটক

হাউজওয়াইভস

রচনা: তাজিন খান ও নাযাকাত খান
পরিচালনা: আকরাম খান
অভিনয়: দীপা খন্দকার, সুইটি, তমালিকা কর্মকার, ফারাহ রুমা, রোকেয়া প্রাচী


সময়ের সাথে সাথে সবার লাইফস্টাইলেই পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সাথে ঢাকা শহরের এখনকার গৃহবধূরা যার যার জায়গা থেকে কিভাবে খাপ খাইয়ে নিচ্ছেন, তা নিয়েই নাটক ‘হাউজওয়াইভস’-এর গল্প। যেমন- কিটি পার্টি কেন্দ্রিক কয়েকজন হাউজওয়াইফ প্রায়ই কর্নেল ভাবীর বাসায় আসা যাওয়ার মধ্যে থাকেন। উচ্চবিত্ত ও রাজনৈতিক প্রভাবশালী কর্নেল ভাবীর বিষয়টা উপভোগ করেন। নাজনিন ভাবী ও লাবণ্য ভাবী বিশেষ প্রিয় তার। প্রতিদিনই তারা এই বাসায় আসা যাওয়া করেন। এছাড়া রেশমা ভাবী, নাতাশা ভাবী, সুজাতা বৌদি, ইভা ভাবী ও শেলি ভাবী নিজেদের কাজ গুছিয়ে নিয়ে তারপর কিটি পার্টিতে মিলিত হন। শুরুতে ছয়জন গৃহবধূকে ঘিরে এই গল্প তৈরি হয়, যার মধ্যে বেশ কিছু নতুন গৃহিনীর প্রবেশ ও প্রস্থান ঘটে। প্রত্যেকের প্রবেশে নতুন নতুন গল্প তৈরি হয়। নানা মজার ঘটনা আর সুখ-দু:খের চিত্র নিয়ে এগিয়ে যায় নাটক।


তাজিন খান ও নাযাকাত খানের রচনায় এটি পরিচালনা করেছেন আকরাম খান। এতে অভিনয় করেছেন দীপা খন্দকার, মুনিরা ইউসুফ মেমী, সুইটি, তমালিকা কর্মকার, চাঁদনী, ফারাহ রুমা, ইলোরা গওহর, রোকেয়া প্রাচী, জয়শ্রী কর জয়া, আরমান পারভেজ মুরাদ, শাহেদ আলী সুজন প্রমুখ। প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮ টা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

সাতদিন/এমজেড

১০ আগস্ট ২০১৫

নাটক

 >  Last ›