দুপুর ২ টা ৪০ মি, ঈদের ৩য় দিন, মাছরাঙা টিভি
দূর নক্ষত্রের কাছে
রচনা: শফিকুর রহমান শান্তনু
পরিচালনা: চয়নিকা চৌধুরী
অভিনয়: মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, মাজনুন মিজান, নাজিয়া মৌ
মাহফুজ নামের এক চিত্রনায়ক মানসিক যন্ত্রণা দূর করার জন্য রাঙামাটিতে তার এক বান্ধবীর কেনা নিজস্ব রিসোর্টে আশ্রয় নেয়। কয়েকদিন পর সেখানে আসে আয়না ও মিজান জুটি। আয়নাকে দেখে চমকে ওঠে মাহফুজ। মেয়েটা দেখতে হুবহু মাহফুজের সেই স্ত্রী যাকে সে পানিতে ডুবিয়ে মেরে ফেলেছিলো। রিসোর্টে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। কে এই আয়না? সেকি আসলেই মাহফুজের সেই স্ত্রী নাকি অন্য কেউ? জানার জন্য দেখতে হবে টেলিফিল্ম ‘দূর নক্ষত্রের কাছে’।
সাতদিন/এমজেড