দুপুর ১২ টা ১৫ মি, ১ আগস্ট, মাছরাঙা টিভি

মন পুতুলের গল্প

রচনা: শরীফ সুমন
পরিচালনা: রুমান রুনি
অভিনয়: সজল, মেহজাবিন


সজল ও জাবিন দুজনে খুব ভালো বন্ধু। দু’জন একই ইউনিভার্সিটিতে পড়ে। ছোটবেলা থেকে বন্ধুত্ব তাদের। দু’জনের পরিবারেও বিষয়টা স্বীকৃত। বন্ধুত্ব থেকে ভালোলাগা। কিন্তু ভিতরের জড়তা সেই ভালোলাগাকে কখনো প্রকাশ করতে দেয় না। একটা পিছুটান, একটা জড়তা সবসময়ই দূরে রাখে তাদের। তবে ভালোবাসা চেপে রাখা যায় না। শুরু হয় নতুন জীবনের গল্প।

সাতদিন/এমজেড

১ আগস্ট ২০১৫

নাটক

 >  Last ›