দুপুর ১২টা ১৫ মি, ৮ আগস্ট, মাছরাঙা টিভি
এক বিরতির টেলিফিল্ম
বিষ কিংবা ভালোবাসা
রচনা: আসাদুজ্জামান সোহাগ
পরিচালনা: কায়সার আহমেদ
অভিনয়: শহীদুজ্জামান সেলিম, শ্যামল মওলা, আলভী
মনুষ্যত্ব ও মানবিকতার মূর্ত প্রতীক শিল্পপতি রাজন। নিজের পছন্দে বিয়ে করে সুন্দরী বউকে নিয়ে বেশ সুখেই সংসারজীবন কাটাচ্ছেন। বাবা-মা হারা একমাত্র ছোট ভাইকে লালন-পালন করেছেন, শিক্ষিত করেছেন। কিন্তু ছোটভাই বাপ্পি হয়ে ওঠে অমানুষ। ঘুনাক্ষরেও সেটা টের পায়না বড় ভাই। এমনই এক ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, বিশ্বাস আর অবিশ্বাসের গল্প নির্মিত টেলিফিল্ম ‘বিষ কিংবা ভালোবাসা’।
সাতদিন/এমজেড