দুপুর ১২ টা ১৫ মি, ২২ আগস্ট, মাছরাঙা টিভি

দি ব্রেক আপ

রচনা ও পরিচালনা: মেহেদি হাসান জনি
অভিনয়: অপূর্ব, শখ, সনিকা


সনিকা নামের এক মেয়েকে ভালোবাসে আবীর। তার লাইফস্টাইল বেশ সাধারণ হলেও সনিকার লাইফস্টাইল কিছুটা উগ্র। তাই তাদের এই ভালোবাসা অতি অল্প সময়েই ব্রেকআপে রূপ নেয়। আবীরের জীবনে আসে রূপা নামে আর এক মেয়ে। রূপা অত্যন্ত স্নেহময়ী এবং শান্ত টাইপের একটা মেয়ে। ভালোই চলছিলো তাদের। কিন্তু এর মধ্যেই হঠাৎ আবার ফিরে আসে সনিকা। সনিকা তার ভুল বুঝতে পেরে আবীরের মনের মত করে ফিরে আসে তার কাছে। এখন কাছে বেছে নেবে আবীর? এমন প্রশ্নের মুখোমুখি করে নাটক ‘দি ব্রেক আপ’।

সাতদিন/এমজেড

২১ আগস্ট ২০১৫

নাটক

 >  Last ›