রাত ৮ টা ৫০ মি, ঈদের দিন, মাছরাঙা টিভি
ক্রাইং রুম
রচনা: রিয়াদ বিন মাহবুব
পরিচালনা: ইমরাউল রাফাত
অভিনয়: ইরেশ যাকের, তিশা
অরাশ ও তিশার নতুন সংসার। তাদের বাসার বিভিন্ন রুমের আলাদা আলাদা নাম রয়েছে। তেমনি একটি রুমের নাম ক্রাইং রুম। যেখানে তারা তাদের দু:খ কষ্টের কথাগুলো ভাগাভাগি করে। অরাশ খুব পড়–য়া এবং অগোছালো টাইপের ছেলে। নিজের ভেজা টাওয়েল বিছানার উপরে রাখা কিংবা বইগুলো রান্না ঘরে ফেলে রাখার স্বভাব। যেটা তিশার দুই চোখের বিষ। এই অগোছালো স্বভাবের কারনে তিশা তার সাথে সারাক্ষণ চিৎকার চেচামেচি করে এবং শাস্তিস্বরূপ অরাশকে খাটের নিচে শুতে হয়। তিশা প্রায় সময়ই অরাশকে বলে যে তার পক্ষে আর একসাথে থাকা সম্ভব না। অরাশের চোখে কঠিন এক অসুখ ধরা পড়ে। যার কারনে সে খুব শিগগিরই অন্ধ হয়ে যাবে। তিশারও এক মরণব্যাধি ধরা পড়ে। সে জানে, খুব শিগগিরই মারা যাবে-এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘ক্রাইং রুম’।
সতদিন/এমজেড