রাত ৮ টা ৫০ মি, ঈদের ৩য় দিন, মাছরাঙা টিভি
ভালোবাসা বিক্রির জন্য নয়
রচনা: শাহীন স্বাধীন
পরিচালনা: ইমরাউল রাফাত
অভিনয়: নিশো, মম
আবীর ধনী বাবার একমাত্র ছেলে। ইউনিভার্সিটির মেধাবী ছাত্র। কিন্তু তার কোনো গার্লফ্রেন্ড নাই। একটা মেয়ে বন্ধুর জন্য অস্থির হয়ে ওঠে সে। পার্কের কিছু বাজে লোকের সাথে তার পরিচয় হয়। তারা সুমী নামের এক মেয়ের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। আবীর সুমীকে শর্ত দেয়, গার্লফ্রেন্ড সেজে তার বন্ধুদের সাথে মিশতে হবে। টাকার বিনিময়ে প্রতিনিয়ত সুমী আবীরের সাথে সময় কাটাতে থাকে। চুক্তির মেয়াদ শেষে সুমী চলে যায়। আবীর তখন বুঝতে পারে সুমীকে সে ভালোবেসে ফেলেছে।
সাতদিন/এমজেড