রাত ৮ টা ৫০ মি, ঈদের ৬ষ্ঠ দিন, মাছরাঙা টিভি
ঘুমভাঙ্গা এক বিকেল
রচনা: সাগর জাহান
পরিচালনা: শেখ সেলিম
অভিনয়ে: মোশাররফ করিম, তানজিন তিশা
শরীফ সাহেব কক্সবাজারের এক হোটেলে উঠেছেন। ওই হোটেলের প্রায় সবাই তার পরিচিত। কারণ তিনি এখানে প্রায়ই আসেন। শেষ যে বার তিনি এখানে এসেছিলেন তখন তার নববিবাহিত স্ত্রী খুন হন। তিনি নিজেও গুরুতর আহত হন। সেই থেকে তার পুরনো অনেক স্মৃতিই ঠিকমত মনে পড়েনা। স্ত্রী খুনের রহস্য উন্মোচন এবং প্রতিশোধ নেওয়ার জন্য এবার তিনি কক্সবাজার এসেছেন। একের পর এক সন্দেহের তীর ঘুরপাক খেতে থাকে তার চারপাশে। শরীফ কি পারবে এই রহস্যের জাল উন্মোচন করতে নাকি স্ত্রী খুনের কষ্ট নিয়ে তাকে ফিরে যেতে হবে?
সাতদিন/এমজেড