রাত ১০টা ৩০ মি, ঈদের দিন, মাছরাঙা টিভি

একক নাটক

তেল

রচনা: আশরাফুল চঞ্চল
পরিচালনা: আবু রায়হান জুয়েল
অভিনয়: রিয়াজ, তারিন


রিয়াজ ও তারিনের টানাটানির সংসার। ফুটফুটে একমাত্র মেয়ে তাদের সংসারে। আপাদ দৃষ্টিতে দেখে বোঝা যায়না যে তাদের সংসারে সুখের বিন্দুমাত্র কোন ছিটেফোটা আছে। কারন, স্বামী-স্ত্রীর মধ্যে সারাক্ষণ খিটিরমিটির আর ঝগড়া যুদ্ধ লেগেই থাকে তাদের। কিন্তু এদের মধ্যে স্ত্রী তারিখ অনেক বেশী এগিয়ে। স্বামীকে যেন দুই চোখের পাতায় দেখতে পারেনা সে। সারাক্ষন চিৎকার চেচামেচি করতে থাখে সে। অন্যদিকে রিয়াজও কম যায়না কিন্তু সে কখনো মুখ ফুঁেট চিৎকার বা টিটকারী করতে সাহস পয়না বৌয়ের সাথে। মনে মনে তার চলতে থাকে সে নিরব যুদ্ধ। কিন্তু এর মধ্যে ওদের লুকিয়ে থাকে এক অপার্থিব ভালোবাসা। কি সেটা! সেই ভালোবাসার গল্প জানতেই আমাদের আয়োজন- তেল।

সাতদিন/এমজেড

১৮ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›