রাত ১০টা ৩০ মি, ঈদের ৩য় দিন, মাছরাঙা টিভি

একক নাটক

জামাই শ্বশুর

রচনা: জাকির হোসেন উজ্জ্বল
পরিচালনা: শামীম জামান
অভিনয়: মোশাররফ করিম, শামীম জামান, শবনম পারভীন


মজনুর সাথে আদুরীর বিয়ে ঠিক হয়েছে। সেই অধিকারে একদিন হবু শ্বশুর বাড়িতে যায় মজনু। বাড়ির সামনে এক লোককে দেখে তাকে সন্দেহ হয় মজনুর এবং সে তার সাথে চরম দুর্ব্যবহার করে। একটু পরেই জানা যায় ওই লোক আসলে আদুরীর বাবা। সেই থেকে দু’জনের মধ্যে লেগে যায় টক্কর। সারাক্ষণ একজন আরেকজনের পেছনে লেগে থাকে। শ্বশুর আদুরীর নানা বাড়িতে দীর্ঘদিন যাবৎ ঘরজামাই থাকে। তার ধারণা, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে এই বাড়িতে তার শান্তিতে থাকা হবেনা। মজনুকে হটানোর জন্যে শ্বশুর নানা রকম কুট-কৌশল অবলম্বন করে। কিন্তু প্রতিবারই সেই মিথ্যা ফাঁদ থেকে বেরিয়ে আসে জামাই। এক সময় নিজের ভুল বুঝতে পেরে শ্বশুর নিজেই মেয়েকে তুলে দেয় মজনুর হাতে।

সাতদিন/এমজেড

 

২০ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›