রাত ১০টা ৩০ মি, ঈদের দ্বিতীয় দিন, মাছরাঙা টিভি
কোরবান আলীর ব্যাঙ্ক ব্যালান্স
রচনা: নূর সিদ্দিকী
পরিচালনা: তুহিন হোসেন
অভিনয়: মোশাররফ করিম, রুনা খান, কায়েস চৌধুরী
কেরাণীর চাকরি করে জীবন চালায় কোরবান আলী। টানাপোড়েনের মধ্যে চলতে চলতে রীতিমত বিধ্বস্ত সে। একদিন বুথে টাকা তুলতে গিয়ে আবিস্কার করে, তার একাউন্টে এক কোটি টাকা জমা আছে। এরপর থেকে তার আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা যায়। এত টাকা থাকার পরও সে ব্যবহার করতে পারছে না। কারণ, হঠাৎ তার উন্নত জীবনযাপন দেখলে সবাই সন্দেহ করবে। এই টাকাকে ঘিরে তার বিচিত্র চিন্তা আর ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
সাতদিন/এমজেড