রাত ১০টা ৩০ মি, ঈদের ৬ষ্ঠ দিন, মাছরাঙা টিভি

একক নাটক

অবশেষে নিস্পত্তি

রচনা: সহিদ রাহমান 
পরিচালনা: জামাল উদ্দিন

অভিনয়ে: ইন্তেখাব দিনার, নাদিয়া, তানিয়া


দিনার ও নাদিয়ার বিবাহিত সংসার। কিন্তু দিনারের নানা রকম আচারণ নাদিয়ার কাছে একসময় অসহ্য লাগতে থাকে। সে একজন অকর্মণ্য ভেগাবন্ড টাইপের হাজবেন্ড। কিন্তু দিনার আসলে আছে সিনেমার নায়ক হওয়ার ধান্দায়। স্ত্রী নাদিয়া তার এইসব আজগুবি কাজকর্মের জন্য স্বামীকে ছেড়ে একসময় বাপের বাড়ি চলে যায়। এদিকে সিনেমার পরিচালক কাজী ভাই নায়িকাকে নিয়ে নায়কের বাসায় আসে এবং তাদের রোমন্টিক দৃশ্যের অভিনয় করতে দিয়ে বাসার বাইরে চলে যায়। স্ত্রী নাদিয়া বাসায় এসে দেখে কোথাকার কোন মেয়ের সাথে তার হাজবেন্ড রোমান্টিক কথা বলছে। মাথায় আগুন জ্বলে যায় নাদিয়ার। এভাবেই হাস্যরসের সব ঘটনার মধ্যে দিয়ে এগুতে থাকে গল্প।

সাতদিন/এমজেড

২২ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›