রাত ১০টা ৩০ মি, ঈদের ৫ম দিন, মাছরাঙা টিভি

একক নাটক

ওয়ান ফাইন ডে

রচনা ও পরিচালনা: কৌশিক শংকর দাশ
অভিনয়: নিলয়, শখ

রুশো ভালোবাসে তৃষাকে। অন্যদিকে আদ্রিতা ভালোবাসে জীবনকে। কিন্তু তৃষা যেমন একদিকে রুশোর ভালোবাসাকে অগ্রাহ্য করে চলে যায় তেমনি জীবনের কিছু বাজে স্বভাবের কারনে আদ্রিতাও তাকে ছেড়ে চলে যায়। একবার রুশোর সঙ্গে আদ্রিতার দেখা হয়। সারাদিন একসাথে সময় কাটায় তারা। একে অপরের গল্প ভাগাভাগি করে। দিন শেষে যখন রাত নামে তখন দু’জনেই নিজেদের গন্তব্যে ফিরে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু শেষ পর্যন্ত কি তারা ফিরে যেতে পারে?


সাতদিন/এমজেড

২২ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›