রাত ১০টা ৩০ মি, ঈদের ৪র্থ দিন, মাছরাঙা টিভি
কিছুটা ভালোবাসার গল্প
রচনা: ইরাজ আহমেদ
পরিচালনা: মোন্তাসির বিপন
অভিনয়ে: তিশা, নিশো
প্রীতির সাথে আসিফের ভালোবাসার সম্পর্ক ছিলো। কিন্তু সেই ভালোবাসা এক সময় অর্থের কাছে হার মানে। এক বিত্তশালী ব্যবসায়ীকে বিয়ে করে সংসার বাঁধে প্রীতি। অনেকদিন পর হঠাৎ এক রেস্টুরেন্টে প্রীতির সাথে আসিফের দেখা হয়। একজন আরেকজনের সাথে একের পর এক মিথ্যা কথা বলে চলে। প্রতিশোধ নেয়ার জন্য প্রীতিকে কিডন্যাপ করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে চায় আসিফ। এরইমধ্যে ডিভোর্সি প্রীতি হয়ে যায় অন্ধকার জগতের বাসিন্দা। সেও আসিফকে ঠকিয়ে টাকা হাতানোর চিন্তা করে। শেষ পর্যন্ত কার জয় হয় সেটাই দেখার বিষয়।
সাতদিন/এমজেড