সন্ধ্যা ৭টা ৩৫ মি, ঈদের ৩য় দিন, বৈশাখী টিভি

সকল চরিত্র কাল্পনিক

উপস্থাপনা: সাজু খাদেম
গল্প ভাবনা ও পরিকল্পনা: পলাশ মাহবুব
রচনা ও পরিচালনা: লিটু সোলায়মান


আমাদের পরিচিত কিছু বিশেষ চরিত্র নিয়ে নির্মাণ করা হয়েছে ‘সকল চরিত্র কাল্পনিক’ অনুষ্ঠানটি। পলাশ মাহবুব এর গল্প ভাবনা ও পরিকল্পনায় রচনা ও পরিচালনা করেছেন লিটু সোলায়মান। সাজু খাদেমে’র উপস্থাপনায় কয়েকটি ঐতিহাসিক চরিত্র,কবি কল্পিত চরিত্র এবং লিজেন্ডারী চরিত্রের সমাগম ঘটেছে বৈশাখী স্টুডিও সেটে। কস্টিউম এবং গেইট-আপের মাধ্যমে চরিত্রগুলোর যথাযত উপস্থাপন ও কমিক অভিনয়ের সমন্বয়ে নাট্যাকারে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানের বিভিন্ন অংশে যেসব চরিত্রের আগমন ঘটেছে তারা হলো - সিরাজউদ্দৌলা, বাকের ভাই, মজনু, গুপী গায়েন - বাঘা বায়েন, চন্ডিদাস, লাইলী-মজনু, হিমু, দেবদাস, আলাদ্দীনের দৈত্য, মাইকেল জ্যাকসন, বনলতাসেন, লর্ড ক্লাইভ, এবং চন্দ্রমূখী । এছাড়াও কয়েকজন সহযোগী চরিত্রের সমন্বয়ে বিভিন্ন চরিত্রের সমাগম ঘটিয়ে কমিক সংলাপ ও অভিনয়ের সমন্বয়ে দর্শককে সাময়িক মজার অনুভূতি প্রদানের চেষ্টা করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক ত্বত্তাবধানে ছিলেন আহসান কবির এবং জাহিদ হোসেন শোভন। সেট ডিজাইন করেছেন শুভ্র বাড়ৈ এবং উজ্জল খান।

২০ জুলাই ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›