সন্ধ্যা ৭টা ৩৫ মি, ঈদের ৪র্থ দিন, বৈশাখী টিভি

স্ট্রিট শো: যাদুর শহর

উপস্থাপনা: আবু হেনা রনি
প্রযোজনা: এস আলি সোহেল


যাদুর শহর এক ধরনের স্ট্রীট শো। আমাদের এই ঢাকা শহরে আছে বিচিত্র রকমের মানুষ,আছে নানা রকম পেশা। এই যেমন-রাস্তায় গান শুনিয়ে পণ্য বিক্রি করা। রাস্তাংয় যাদু দেখিয়ে আয় করা। আছে পাখি ও মানুষের দ্বারা ভাগ্য গণনা। আছে সোহরাওয়ারর্দী উদ্দানে রাতভর আড্ডা ও গানের আসর। আছে অভিনব ভিক্ষাবৃত্তি ও পেশা। এ জিনিস গুলুই তুলে আনা হয়েছে স্ট্রীট শো যাদুর শহরে। তাছারাও থাকছে-সাইক্লিং, মোটর সাইকেল রেস ও রাস্তার নাচ। এস আলি সোহেলের প্রযোজনায় মিরাক্কেল খ্যাত আবু হেনা রনির মজার উপস্থাপনায় প্রোগ্রামটি দারুন উপভোগ্য হবে এই ঈদে।

২১ জুলাই ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›