সকাল ৯ টা ১৫ মি, ঈদের দিন থেকে ৫ম দিন, বৈশাখী টিভি
ছোটদের অনুষ্ঠান: ইচ্ছে ঘুড়ি
প্রযোজনা: শাহ্ আলম
বৈশাখী টেলিভিশন প্রতি ঈদেই শিশুদের জন্য ভিন্নধর্মী অনুষ্ঠান নির্মাণ করে থাকে। সে ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিয়মিত সম্প্রচারিত শিশুতোষ বিনোদনমূলক অনুষ্ঠান ‘হৈ চৈ কিচির মিচির’ অনুষ্ঠানকে বিশেষ আঙ্গিকে সাজানো হয়েছে ‘ইচ্ছে ঘুড়ী’ নাম দিয়ে। অনুষ্ঠানটি পাঁচ পর্বে ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা ১৫ মিনিটে প্রচারিত হবে। পাঁচ পর্বের অনুষ্ঠানের দুই পর্ব ধারণ করা হয়েছে সোনালী ঐতিহ্যের নগরী বাংলার প্রাচীন রাজধানী সোনার গাঁ’র বাংলাদেশ লোক ও কারূশিল্প ফাউন্ডেশন এবং পানাম সিটি’র বিভিন্ন লোকেশনে এবং বিনোদনের স্বপ্নরাজ্য বলে সবার জনপ্রিয় ফ্যান্টাসী কিংডমে। এছাড়া অন্য তিনটি পর্ব স্টুডিও’র সুদৃশ্য সেটে ধারণ করা হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আলম।