দুপুর ১টা ৫ মি, ১৩ জুলাই, চ্যানেল আই
বাংলায় ডাবকৃত ইরানী চলচ্চিত্র
দ্য উইলো ট্রি
পরিচালনা: মাজিদ মাজিদী
অভিনয়: পারভিজ পারাস্তুই, লেইলা ওতাদি, রয়া তেইমোরিয়ান
বিশ্ববিদ্যালয়ের সফল অধ্যাপক ইউসেফ ছোটবেলা থেকেই অন্ধ। স্ত্রী এবং কন্যাকে নিয়ে তাঁর সুখের সংসার। হঠাৎ তার শরীরে ধরা পরে এক জটিল রোগ। সেই রোগের চিকিৎস্যার জন্য তাঁকে যেতে হবে ফ্রান্সে। কিন্তু তাঁর মনের মধ্যে ভর করে অন্য এক ভয়। চিকিৎস্যা শেষে ফিরে এসে তিনি সেই আগের মানুষটি থাকবেন তো? তিনি কি ফিরে পাবেন সেই আগের শান্তিপূর্ণ জীবন? এমন এক গভীর চিন্তার প্রতিফলন দেখা যায় বিখ্যাত ইরানী পরিচালক মাজিদ মাজিদীর চলচ্চিত্র ‘দ্য উইলো ট্রি’তে।
সাতদিন/এমজেড