বিকাল ৪টা ৫ মি, ঈদের দিন, একুশে টিভি
টেলিফিল্ম: আবর্তে
রচনা এবং পরিচালনা: বদরুল আনাম সৌদ
ফিমা’র বিয়ে হয়েছে প্রায় আড়াই বছর হতে চললো। এই আড়াই বছরের দাম্পত্য জীবনে তাকে সুখী-ই বলা যায়। এখন মনে হচ্ছে প্রায় জেদ আর অভিমান করে রাহাতকে বিয়ে করলেও, খুব খারাপ সিধান্ত হয়নি সেটা। এমনকি আজকাল তারা বাচ্চা নেবার ব্যাপারেও ভাবছে। রাহাতের আবার কিছু পাগলামীও আছে। হয়ত ছুটি পেলো দুদিনের, সেটাকে কোন না ভাবে চারদিনের করে ঘুরতে চলে যায়। কখনও ফিমা‘র সাথে, কখনও বন্ধুদের সাথে। এবার যেতে হচ্ছে বন্ধুদের সাথেই। কারন নিজের ছুটিটা এক্রাটেন্ড করতে পারেনি ফিমা। রাহাত চলে যাবার পরের দিন সকালের ঘটনা। ছুটির দিন, বাসায়ই ছিলো ফিমা কিন্তু সিড়িতে এটু পর পরই ধুপুর ধাপুর শব্দ। এক সময় বিরক্ত হয়ে দরজা খুলে দেখে উপর তলার নতুন ভাড়াটিয়া এসেছে। তাই জিনিস পত্র তোলা হচ্ছে। দরজাটা লাগাতে গিয়েও থমকে যায় ফিমা পরিচিত একটা মুখ দেখে। পরিচিত-খুবই পরিচিত। এমন ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয় টেলিফিল্ম ‘আবর্তে’।
একুশে টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ এই টেলিফিল্মটি। বদরুল আনাম সৌদের রচনা এবং পরিচালনায় টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, ফারাহ রুমা সহ আরও অনেকে।