রাত ১০টা ১০মি, ৪ সেপ্টেম্বর, একুশে টিভি

বিরতিহীন নাটক: ভালোবাসার সুখ-অসুখ

রচনা: ইউসুফ আলী খোকন
পরিচালনা: সরদার রোকন
অভিনয়: সাদিয়া ইসলাম মৌ, কল্যান, জিদান


ইমতু রাস্তায় ভাবতে ভাবেতে হাটে হঠাৎ মোবাইল বের করে বলে আমি কাজটা করছি। রোদেলা ও ইমতু সদ্য বিয়ে করে হানিমুন করতে আসে একটি বাংলোতো। এদিকে আরেক দম্পতি রায়হান তার স্ত্রী রুনাকে নিয়ে একই বাংলোয় ঘুরতে আসে। রোদেলা তার স্বামীর সাথে সারাক্ষন ক’নসুটি করে ভালবাসায় বিমুগ্ধ হয়ে থাকে। আর ওদিকে রায়হান তার স্ত্রীর সাথে উঠতে বসতে ঝগড়ায় মেতে থাকে। রায়হান অফিসের কাজে দুরের ভ্রমন শেষে বাসায় ফিরলো তার পকেটে দু‘টি বাসের টিকিট থাকে তাই রুনা তার স্বামীকে সব সময় সন্দেহ করে। ইমতু ও রোদেলা ফ্রেশ হয়ে বায়লোর চারদিক ঘুওে বেরায়। রোদেলা হোচট খেয়ে পড়ে যেতে থাকলে ইমতু তাকে ধরে টেনে তুলে, আর রোদেলা বলে তুমি আমার রক্ষা কবজ তুমি পাশে থাকলে কোন বিপদতই আমার হবেনা। তাদের এই ভালবাসা রায়হান ও রুনার চোখে পড়ে। বিছানার উপর ইমুর মোবাইল বেজে উঠলে রোদেলা ইমতুকে ফোনটা দেয় ইমতুর কথা শেষ হলে রোদেলা কার ফোন ছিলো বলে জিঞ্জস করলে ইমতু সুকৌশলে এড়িয়ে যায়। রায়হান তার স্ত্রীকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে কিন্তু রুনা বুঝতে চায়না। ইমতু এক রাতে রোদেলাকে খুন করার সুযোগ মিস করলেও অবশেষে একটা সুযোগ পায়। রায়হান ও রুনা সিধান্ত নেয় তারা কাল সকালে ডিভোর্স পেপারে সাইন করবে।

একুশে টিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ভালোবাসর সুখ-অসুখ’। ইউসুফ আলী খোকনের রচনা এবং সরদার রোকনের পরিচালনয় এই বিশেষ নাটকটিতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, কল্যান, জিদান, ফারজানাসহ আরও অনেকে।

৪ সেপ্টেম্বর ২০১৫

নাটক

 >  Last ›