রাত ১০ টা ১০ মি, ৭ আগস্ট, একুশে টিভি

বিরতিহীন নাটক: বৈরী হাওয়া

রচনা: মনসুর রহমান চঞ্চল
পরিচালনা: সরদার রোকন
অভিনয়: সজল, মেহজাবিন, জিদান


ইউসুফ চপল মধ্যবিত্ত পরিবারের উচ্ছল প্রানবন্ত মেধাবী ছেলে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, পড়াশুনার পাশাপাশি গিটার বাজানো এবং গান করা তার প্যাশন। ভাল ছাত্র হওয়ায় পরিবার থেকেও গান বাজনার সব রকম সহযোগীতা পেয়ে থাকে চপল। চপলের মা নেই, এক ফুফুর কাছেই ছোট থেকে মানুষ। ফুফুর বাড়িও চপলদের বাড়ির পাশেই। বাবা মইনুল হাসান একটা স্কুলের টিচার। গ্রামের সম্মনিত ব্যাক্তি। চপলই একমাত্র ব্যাক্তি যে এই গ্রাম থেকে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে। চপলের বন্ধরা কেউ চান্স পায়নি। ছোট বেলা থেকেই আদরের ছেলে বলে কিছুটা স্বাধীন চেতা স্বভাবের। আর বাবাও কিছু বলে না, কারণ স্বাধীন চেতার জন্য কোন বাজে কাজে জরায়নি চপল।

 মনসুর রহমান চঞ্চলের রচনা এবং সরদার রোকনের পরিচালনায় বিরতিহীন নাটক ‘বৈরী হাওয়া’ প্রচারিত হবে আজ রাত ১০ টা ১০ মিনিটে একুশে টিভিতে। এতে অভিনয় করেছেন সজল, মেহজাবিন, জিদান, মুনিরা মিঠুসহ আরও অনেকে। 

৭ আগস্ট ২০১৫

নাটক

 >  Last ›