বিকাল ৪টা ৫ মি, ঈদের ৩য় দিন, একুশে টিভি
টেলিফিল্ম: ভ্রম
রচনা ও পরিচালনা: কাজল আরেফিন অমি
অভিনয়: চঞ্চল চৌধুরী, মৌটুসী বিশ্বাস, আশুতোষ সুজন
এবারের ঈদ উল ফিতরে একুশে টেলিভিশনে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘ভ্রম’। কাজল আরেফিন অমির রচনা এবং পরিচালনায় টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌটুসী বিশ্বাস, আশুতোষ সুজনসহ আরও অনেকে।