রাত ১০টা ১০ মি, ১৭ আগস্ট, একুশে টিভি

এ সপ্তাহের নাটক

লিটমাস লাভ

রচনা: খায়রুল বাসার নির্ঝর
পরিচালনা: রাশেদ রাহা
অভিনয়: আফরান নিশো, আনিকা কবির শখ, শিরিন বকুল


এবারের একুশে টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘লিটমাস লাভ’। খায়রুল বাসার নির্ঝরের রচনা এবং রাশেদ রাহার পরিচালনায় ঈদের এই বিশেষ নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, আনিকা কবির শখ, শিরিন বকুল, রাখি চৌধুরী, কাজী উজ্জলসহ আরও অনেকে।

এই নিয়ে গত এক সপ্তাহে দুই দিন অর্পিতার সাথে দেখা হলো নাঈমের। বহুদিন পর। গত পাঁচ বছর ধরে কোন ধরনের যোগাযোগ নেই তাদের মধ্যে। ফোনে তো নয়ই, সরাসরি যোগাযোগেরও কোন প্রশ্ন আসে না। অথচ এমন একটা সময় ছিল যখন একদিন দেখা হবে না এটা ভাবাই যেত না। নাঈম কোন অজুহাতে দেখা করতে না পারলে আর রবা ছিল না। গোঁ ধরে থাকতো অর্পিতা। সেই অর্পিতা। আহা অর্পিতা! গত পাঁচ বছর বছরে একবারও যোগাযোগ করেনি নাঈমের সাথে। তার কোন আত্বীয়ের কাছেও কোনদিন নাঈমের খবর জানতে চেয়েছে এমনটাও কেউ বলেনি।

দুইদিন আগে দেখা হয়েছিলো রেষ্টুরেন্টে। নাঈমের কয়েক টেবিল আগেই বসেছিলো অর্পিতা। বিপরীত দিকে মুখ করে। অর্পিতা যখন বিল দিয়ে চলে যাচ্ছে তখনই চোখে পড়ে নাঈমের। অর্পিতা? এতদিন পর কোথেকে? নাঈম ধাক্কার মতো খেয়েছিলো। কিছু বুঝে ওঠতেই হাওয়া। চরম আফসোস হয়েছিলো সেদিন। কেন চিনতে একটা সময় লাগলো? দ্রুত ছুটে গিয়ে আলাপের চেষ্টা করলেই তো পারতো। আর আবার দেখা হলো। সুপারশপে। বাসার জন্য জরুরী কিছু কেনাকাটা ছিল। শপের ভেতরেই অর্পিতার সাথে। দুর থেকে দেখছে বৈদ্যুতিক সিড়ি বেয়ে নিচে নামতে। দৌড়ে গিয়ে অর্পিতার নাগাল খুঁজতেই হাওয়া সে। কয়েক মিনিটের ব্যাবধানে অনেক কছু মিস করলো নাঈম।

১৭ আগস্ট ২০১৫

নাটক

 >  Last ›