বিকাল ৪টা ৫ মি, ঈদের ৫ম দিন, একুশে টিভি
টেলিফিল্ম: মুইঁ হইবেক রাজা
রচনা: লিটু সাখাওয়াত
পরিচালনা: জুয়েল শরীফ
অভিনয়: সুবর্ণা মুস্তফা, শহীদুজ্জামান সেলিম, নিশা
এবারের ঈদ উল ফিতরে একুশে টেলিভিশনে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘মুই হইবেক রাজা’। লিটু সাখাওয়াতের রচনা এবং জুয়েল শরীফের পরিচালনায় টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা, শহীদুজ্জামান সেলিম, নিশা, মিশু সাব্বিরসহ আরও অনেকে।
শওকত সাহেব। মধ্যবয়সী। বিশাল বড়লোক। মানে, অনেক টাকার মালিক। শওকত সাহেবের প্রধান ও বলা চলে একমাত্র শখ, জুতো সংগ্রহ করা। নানান ধরনের জুতো দিয়ে তার জুতোর শেফটি পরিপুর্ন। যেখানেই যাননা কেন, নতুন একজোড়া জুতো তার আনা চাইই চাই। এমন কি কারো পায়ের জুতো যদি তার পছন্দ হয় তাহলে যতো দাম লাগুক সে ড়–তো তিনি কিনে নেবেনই। নিজেরটা তো বটেই পরিবারের কারো জুতোযদি ছিরে যায় তবে তা তিনি নিজেই ঠিক করেন। জুতো ঠিক করার যাবতীয় যন্ত্রপাতি তার কাছে আছে। এ নিয়ে পরিবারের লোকজন বেশ বিব্রতকর অবস্থায় আছে। পরিবার বলতে স্ত্রী আর এক মেয়ে। মেয়েটি ইউনিভর্সিটিতে পড়ে। অবশ্য স্ত্রী আর মেয়ের বিব্রত হওয়ার নানান কারন আছে। শওকত সাহেব ইদানিং বেশ কিছু মুছির সাথে সখ্যতা গড়ে তুলেছেন। তাদেরকে বাসায় নিয়ে আসছেন। ডাইনংএ বসে খাওয়াচ্ছেন। শুধু তাই নয়, একজন মুচির সাথে তার এত বেশী ভাব জমে গেছে যে, সে নিজেই এখন সেই মুচির সাথে ফুটপাতে বসে সময় কাটাতে শুরু করেছেন। পরিবারের কাছে ব্যাপারটা দিনকে দিন অসহ্য হয়ে পড়েছে।