রাত ১২টা ৩০মি, ঈদের ৬ষ্ঠ দিন, একুশে টিভি
ফোন লাইভ স্টুডিও কনসার্টে
অনুপমা মুক্তি ও বাদশা বুলবুল
প্রযোজনা: রিয়াজুম মনির শৈবাল
পবিত্র ঈদ-উল-ফিতরে একুশে টেলিভিশন দর্শকদের জন্য নিয়ে আসছে ছয়দিন ব্যাপি বর্ণাঢ্য ঈদ আয়োজন। আর এই আয়োজনে বরাবরের মত এবারও থাকবে ফোন লাইভ স্টুডিও কনসার্ট। আজ ঈদের ষষ্ঠদিন দর্শকদের আনন্দের মাত্রকে বাড়িয়ে দিতে সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কন্ঠশিল্পী অনুপমা মুক্তি ও বাদশা বুলবুল। সঙ্গীত পরিবেশনের ফাঁকে ফাঁকে দর্শক-শ্রোতাদের সাথে ফোনে সরাসরি আড্ডা দিবেন তিনি। রিয়াজুম মনির শৈবালের প্রযোজনায় আজ রাত ১২টা ৩০মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।