বিকাল ৫টা ৫০ মি, ১৪ জুলাই, চ্যানেল আই
ইসলামিক নিদর্শন নিয়ে তথ্যচিত্র
ব্লুক্রাশ রমজানুল মোবারক ও কাফেলা
রমজান মাস উপলক্ষে চ্যানেল আই’র বিশেষ অনুষ্ঠান ব্লুক্রাশ ‘রমজানুল মুবারক ও কাফেলা’। অনুষ্ঠানটির রয়েছে দুটি পর্ব। রমজানুল মোবারক- এর বিষয়গুলো হলো- দর্শকদের অংশগ্রহণে রমজানের তাৎপর্যপূর্ণ আলোচনা ‘মাসায়ালা মাসায়িন’। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ‘কাফেলা’। ‘কাফেলা’য়-এ বছর দেখা যাবে মিশর, তুরস্ক, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের ইসলামিক নিদর্শনসমূহ।