দুপুর ২টা ১০ মি, ঈদের দিন, বাংলাভিশন

টেলিফিল্ম: তাজমহল

রচনা: মো: শফিকুল ইসলাম
পরিচালনা: এস এ হক অলিক
অভিনয়ে: আনিসুর রহমান মিলন, নিপুন প্রমুখ


মো: শফিকুল ইসলাম-এর রচনা ও এস এ হক অলিক-এর পরিচালনায় টেলিফিল্ম ‘তাজমহল’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিপুন প্রমুখ।
টেলিফিল্মে দেখা যাবে, একটি ছেলে বিয়ে করতে ভয় পায়। মেয়েদের কথা আসলেই সে একটু লাজুক হয়ে যায়। বাবা-মা এবং পরিবারের অন্য সবার চাপে সে একটি ম্যারেজ বিউরোতে যায়। সেখানে গিয়ে সে দেখে অফিসের বস একজন মেয়ে। সে নিজেও অবিবাহিত। অন্যসব চাকুরিজীবিরাও মেয়ে এবং তারাও অবিবাহিত। ছেলেটি অফিসের বস মহিলার প্রেমে পরে যায়। কিন্তু মহিলাটি তাকে জানায়, সে যদি বিয়ে করে তাহলে এই অফিস বন্ধ করে দিতে হবে। ছেলেটির এই বিষয়টি তার পরিবার জানতে পারে। তারপর তারা বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে এই বিষয়টা এগিয়ে যাওয়া নিয়ে।

১৮ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›