দুপুর ২টা ১০ মি, ঈদের ৩য় দিন, বাংলাভিশন

টেলিফিল্ম: রুম নাম্বার ১৩

রচনা: কাউসার খান
পরিচালনা: মাহফুজ আহমেদ
অভিনয়ে: মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, মিথিলা, মাজনুন মিজান


কাউসার খান-এর রচনা ও মাহফুজ আহমেদ-এর পরিচালনায় টেলিফিল্ম ‘রুম নাম্বার ১৩’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৩য় দিন বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, নাদিয়া, নিলা, মিথিলা, মাজনুন মিজান প্রমুখ।

রুম নাম্বার ১৩। এ রুমেই গভীর রাতে নতুন ছাত্রদের উপর র‌্যাগিং চলে। হাসি-তামাশা মজা করতে করতে সিনিয়ররা র‌্যাগিং নেয় রাতভর। দিনেও ক্লাসে, ক্লাসের বাইরে অদ্ভূত অদ্ভূত কাজ করায় তাদেও দিয়ে। গালিব নতুন, নোরাও। তাদের সম্পর্ক ঘনিষ্ঠ। গালিব অস্থির র‌্যাগিং-এ আর নোরা অস্থির মৌখিক পরীক্ষায় ফেল করা নিয়ে। এক রাতে যুক্তি করে গালিবদের বন্ধুরা ভূত সেজে ভয় দেখায় সিনিয়র র‌্যাগারদের। আলো-আধাঁরির মাঝে র‌্যাগারদের একজন গালিবকে চিনে ফেলে। আর এটাই কাল হয়ে দাঁড়ায় গালিবের মত মেধাবি একজন মেডিক্যাল ছাত্রের জীবনে। পরদিন নোরা’র সাথে পড়ছে গালিব, এসময় র‌্যাগাররা এসে চড়াও হয় তার উপর। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে হাল্কা ধাক্কা দিয়ে গালিব পালিয়ে গেলে র‌্যাগাররা অপমানিত হয়। রাত হতে না হতেই গালিবের উপর ব্যাগিং শুরু। সেই র‌্যাগিং চলে রাত পর্যন্ত। মানসিক চাপে গালিব পাগলপ্রায়, স্থান হয় মেডিক্যালের মেন্টার রিকভারি সেন্টারে। অন্যদিকে, একজন শিক্ষক ইচ্ছেকৃতভাবে নোরাকে মৌখিক পরীক্ষায় ফেল করাচ্ছেন বার বার, এটা নিয়ে নোরাও বিপর্যস্ত। তার উপর এ ঘটনার পর নিজেকে না মানাতে পেরে নিজেরই বহিষ্কার দাবি করে অধ্যক্ষের কাছে।

২০ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›