দুপুর ২টা ১০ মি, ঈদের ৪র্থ দিন, বাংলাভিশন

টেলিফিল্ম: ফুসমন্তর

রচনা ও পরিচালনা: মাসুদ সেজান
অভিনয়ে: চিত্রনায়ক রিয়াজ, বাঁধন, ডা.এজাজ,


মাসুদ সেজান-এর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘ফুসমন্তর’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৪র্থ দিন বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, বাঁধন, ডা.এজাজ, মিশু সাব্বির, শামীমা নাজনীন, মিলন ভট্ট, নূর আলম নয়ন, আল-আমীন প্রমুখ।

টেলিফিল্মের গল্পে দেখা যাবে, সুজন নামের এক যুবক বন্ধুবান্ধবের কাছে টাকা ধার করে পালিয়ে বেড়াচ্ছে। পাওনাদারদের ভয়ে প্রেমিকার সাথে ডেটিং করতে যেতে হচ্ছে বোরখা পরে। অনেক চেষ্টা তদবিরের পরও সুজনের কিছুই হচ্ছে না, অবশেষে সে একটি মন্ত্র খুঁজে বেড়াচ্ছে, ফুসমন্তর। কারণ সে চারপাশের অনেককেই দেখছে কোনো রকম সাধনা ছাড়াই, যোগ্যতার ধারে কাছে না গিয়েও কীভাবে কীভাবে যেন তাদের সবকিছুই হয়ে যাচ্ছে। গাড়ি-বাড়ি, ব্যাংক-ব্যালেন্স, প্রভাব-প্রতিপত্তি, ক্ষমতা সবকিছু। অথচ তার যোগ্যতা থাকা সত্ত্বেও জীবনের নানান ক্ষেত্রেই সে যখন ব্যর্থ হচ্ছে, তখন সে-ই অজানা ফুসমন্তরটিই সে আয়ত্ত করতে চায়। অদ্ভুত এই মন্ত্রের কারণেই কিনা জানিনা, সুজনের হাতে একসময় অনেক টাকা চলে আসে, এখন সুজন কি করবে? এরকমই এক ঘটনা নিয়ে ফুসমন্তরের গল্প এগিয়ে গেছে।

২১ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›