রাত ৮টা, ঈদের ২য় দিন, বাংলাভিশন
নাটক: সেই রকম ঘুষখোর
রচনা: আশরাফুল চঞ্চল
পরিচালনা: মারুফ মিঠু
অভিনয়: মোশাররফ করিম, জেনী
আশরাফুল চন্চল্-এর রচনা ও মারুফ মিঠু-এর পরিচালনায় নাটক ‘সেই রকম ঘুষখোর’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ২য় দিন রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, জেনী প্রমুখ।
ইসাহাক আলী সেই রকম ঘুষখোর। ২ টাকা, ৪ টাকা, ১০ টাকা থেকে শুরু করে যত পাওয়া যায়। যার কাছে ঘুষ দেয়ার মত টাকা নেই, কমপক্ষে পিঠ চুলকে নেন তার কাছে। তাঁর সূত্র মতে যে পানি খায়, সে-ই ঘুষ খায়। একসময় তাঁর এ ধারণার পরিবর্তন ঘটে, একটি বিশেষ ঘটনায়। ঘুষ খাওয়ার মত গর্হিত কাজ থেকে ঘুরে দাঁড়ায় সে।