রাত ১১টা ৫৫ মি, ঈদের ৩য় দিন, বাংলাভিশন
নাটক: বিসংবাদ
রচনা: ইফফাত আরেফীন তন্বী
পরিচালনা: ফাহ্মিদা ইরফান
অভিনয়: তৌকির আহমেদ, সোহানা সাবা, আল মামুন, রুনা খান
ইফফাত আরেফীন তন্বী-এর রচনা ও ফাহ্মিদা ইরফান-এর পরিচালনায় নাটক ‘বিসংবাদ’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন তৌকির আহমেদ, সোহানা সাবা, আল মামুন, রুনা খান প্রমুখ।
স্বনন আর আয়ানার চমৎকার সংসার। স্বনন একজন স্থপতি এবং বিখ্যাত ফটোগ্রাফার বছর সাতেক আগে বেশ বড়ো একটা কম্পিটিশনে স্বনন এর একটা ছবি শ্রেষ্টত্বের পদক পায়। এরপর স্বনন ছবি তোলাটা শখ হিসাবে রেখে একজন চিত্রসমালোচক হিসাবে সুনাম কুড়িয়েছে। আয়ানার সাথে স্বননের আলাপ হয়েছিলো কোন একটা একজিবিশনে। আয়ানার জন্ম আমেরিকাতে তবে স্কুল জীবন বাংলাদেশে আবার বিশ্ববিদ্যালয় আমেরিকাতে। বিয়ের পর আয়ানার মাধ্যমে স্বনন আমেরিকার পাসপোর্ট করে নিয়েছে। বছর ছয়েক হলো ওদের সংসার যদিও এখনো কোন সন্তান নেই। কারণ আয়ানার ব্যস্ততা, আয়ানা থিয়েটার নিয়ে পড়াশুনা করেছে ও সাইকো থিয়েটার নিয়ে কাজ করছে। তাঁর ইচ্ছে পিএইচডি’টা শেষ করে তারপর বাচ্চা নেবে।
নাটকের শুরুতে একটি মৃত্যু সংবাদ। স্বননের বাবা আরাফাত সাহেব এর মৃত্যু সংবাদ। স্বনন জানিয়ে দেয় দাফন যেন হয়ে যায় কারন ওর যাওয়ার কোন ইচ্ছে নেই। গত পাঁচ বছর যাবত স্বনন আর ওর বাবার কোন সম্পর্ক নেই কারন ওর বাবা হঠাৎ করেই এক অল্পবয়সী মেয়েকে বিয়ে করেছে। কারন হিসেবে তার একাকীত্ব ও নিঃসঙ্গ জীবনের কথা বলেছেন। বাবার বিয়ের খবর শোনার পর স্বনন আর ওর বাবার সামনে যায়নি। শুনেছে ওর বাবার একটা ছেলে হয়েছে, কিন্তু তার নাম কি ... দেখতে কেমন তার কিছুই জানেনা স্বনন। স্বননের ধারনা ওর বাবার পারভার্সন এর ফলাফল এই বিয়ে। স্বননের খালারা স্বননকে জানায় ওর বাবার অগাধ সম্পত্তি, স্বনন যদি না যায় তাহলে ওর বাবার স্ত্রী এসব হাতিয়ে নেবে। স্বননের যাওয়া উচিত। স্বননের বাবার বিয়েটা অবশ্য আয়ানার খারাপ লাগেনি। কিন্তু স্বননের জন্য সে প্রকাশ করতে পারে না। আদতে বিয়ের পর ওর শ্বশুরকে অনেক আধুনিক মানুষ মনে হয়েছিলো। যে ছেলের জীবন-যাপনে নাক গলাতেন না ।
মৃত্যুর তিন-চার দিন পর স্বনন ঠিক করে ও যাবে বাবার বাড়ীতে। স্বনন আয়ানাকে নিয়ে যায় বাড়ীতে ঢোকে ওর সৎমা সব পরিপাটি আয়োজন করে রেখেছে। কিন্তু বাড়ীতে ঢুকে বাবার বিয়ের ছবি দেখে স্বনন হতবাক হয়ে যায়। ছবিতে সে যা দেখে তা অবিশ্বাস্য এতো মনীষা!!! এতো সেই মনিষা যে ছিলো স্বননের সবচেয়ে কাছের বন্ধু।