বিকাল ৪টা ৫ মি, ১৪ জুলাই, একুশে টিভি
দেশজুড়ে সংলাপের ৩২৩তম পর্ব
বিষয় : মেয়েশিশুদের জন্য স্কুলের পরিবেশ সক্রিয় বা নিশ্চিতকরণ
অতিথি: ড. বদিউল আলম মজুমদার, মাহমুদা রহমান খান ও আসির উদ্দিন
প্রযোজক: মাসুমা লিসা
সঞ্চালক : জামিল আহমেদ
একুশে টেলিভিশনের বিষয় ভিত্তিক আলোচনার অনুষ্ঠান ‘দেশজুড়ে সংলাপ’। অনুষ্ঠানটির প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনার জন্য উপস্থিত থাকেন সে বিষয়ে বিশেষজ্ঞ দুই বা ততোধিক প্রখ্যাত ব্যক্তি। দেশজুড়ে সংলাপে আজকের আলোচনার বিষয় “মেয়েশিশুদের জন্য স্কুলের পরিবেশ সক্রিয় বা নিশ্চিতকরণ”। এ বিষয়ে আলোচনা করতে এবারের পর্বে উপস্থিত থাকছেন ড. বদিউল আলম মজুমদার, সভাপতি, জাতীয় কন্যাশিশু ফোরাম ও কান্ট্রি ডিরেক্টর, দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, মাহমুদা রহমান খান, জেন্ডার এডভাইজার, ইউএসএইড বাংলাদেশ এবং আসির উদ্দিন, মাঠ পর্যায়ে সমন্বয়কারী, এনজিসিএএফ, পত্নীতলা, নওগাঁ।
নেপোলিয়ন বোনাপার্ট এর কথার সূত্র ধরে বলতে হয় “আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেবো”। আর নারী উন্নয়নের অগ্রদুত বেগম রোকেয়ার কথায় “নারী সমাজেরই অর্ধাঙ্গ, সুতরাং নারীকে বাদ দিয়ে কোনো দেশ,সমাজ,জাতি উন্নতি করতে পারেনা, নারী পুরুষের সমন্বিত প্রচেষ্টায় একটি দেশের উন্নতির পথ সুগম হয়।” তেমনিভাবে বিভিন্ন সময়ে জ্ঞানী-গুণীরা বলে গেছেন নারীশিক্ষার গুরুত্ব সম্পর্কে। বর্তমান বাংলাদেশে নারী-শিক্ষার অবস্থা, অগ্রগতি, নানান সমস্যা, বাধা এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা উঠে এসেছে এবারের দেশ জুড়ে সংলাপের আলোচনায়।
সাতদিন/এমজেড