রাত ৮টা ১৫ মি, ঈদের আগের দিন, বাংলাভিশন
সঙ্গীতশিল্পী মমতাজের সরাসরি সঙ্গীতানুষ্ঠান
প্রেমের কথা বাতাসে ছড়ায়
উপস্থাপনা: কবি আসাদ চৌধুরী
প্রযোজনা: কাওনাইন সৌরভ
জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজের সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘প্রেমের কথা বাতাসে ছড়ায়’ বাংলাভিশনে প্রচার হবে চাঁদ রাতে। অনুষ্ঠানে মমতাজ পরিবেশন করবেন তাঁর জনপ্রিয় গানগুলো। এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে মমতাজ-এর সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তাঁর সঙ্গীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।
এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘আকাশে ঈদের চাঁদ দেখতে পেলেই আমি চলে আসবো বাংলাভিশনে। চাঁদ রাত উদযাপন করবো আপনাদের সাথে। সরাসরি গান গাইবো সাথে কথা হবে দর্শকের সাথে। আশা করি, সবার ভালো লাগবে।’
কবি আসাদ চৌধুরী’র উপস্থাপনায় মমতাজের সরাসরি সঙ্গীতানুষ্ঠান ‘প্রেমের কথা বাতাসে ছড়ায়’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের আগের দিন রাত ৮টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন কাওনাইন সৌরভ।
সাতদিন/এমজেড