রাত ৯টা ৪০ মি, ঈদের দিন, বাংলাভিশন
হুমায়ূন আহমেদের গান নিয়ে অনুষ্ঠান
নন্দিত নায়ক
অতিথি: সুবীর নন্দী ও বারী সিদ্দিকী
প্রযোজনা: মামুন খান
১৯ জুলাই বাংলা সাহিত্যের কিংবদন্তি অমর কথাশিল্পী হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে তাঁর সঙ্গীত সৃষ্টি নিয়ে আলোচনা ও গানের বিশেষ অনুষ্ঠান ‘নন্দিত নায়ক’ প্রচারিত হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে। সুবীর নন্দী ও বারী সিদ্দিকী হুমায়ূন আহমেদের অনেক গান গেয়েছেন। অনুষ্ঠানে তাঁরা হুমায়ূন আহমেদের সঙ্গীত সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন এবং শুনিয়েছেন কয়েকটি গান।
রূমানা মালিক মুনমুন-এর উপস্থাপনায় ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন রাত ৯টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন খান।
সাতদিন/এমজেড