রাত ৯টা ৪০ মি, ঈদের ৬ষ্ঠ দিন, বাংলাভিশন
বিশেষ আড্ডার আয়োজন
উৎসবে নাটকের ধারাবাহিকতা
অংশগ্রহণে: মোশাররফ করিম, শখ ও নাদিয়া
উপস্থাপনা: শামীম শাহেদ
প্রযোজনা: তারেক আখন্দ
মোশাররফ করিম, শখ ও নাদিয়া’র অংশগ্রহণে এবং শামীম শাহেদের উপস্থাপনায় বিশেষ ঈদ আড্ডা ‘উৎসবে নাটকের ধারাবাহিকতা’ প্রচারিত হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে।
ঈদের এই অনুষ্ঠানে আড্ডায় উঠে এসেছে মজার মজার গল্প। অনুষ্ঠানে তারা ব্যাক্তিজীবনের নানা মজার মজার ঘটনা তুলে ধরার পাশাপাশি জানিয়েছেন নাটকে অভিনয়ের মজার অভিজ্ঞতার কথা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারেক আখন্দ।
সাতদিন/এমজেড