রাত ৯টা ৪০ মি, ঈদের ৫ম দিন, বাংলাভিশন
এন্ড্রু কিশোরের একক সঙ্গীতানুষ্ঠান
গানই আমার প্রাণ
বরেণ্য সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর-এর জনপ্রিয় গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান প্রচারিত হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে। ‘গানই আমার প্রাণ’ নামে এই অনুষ্ঠানে এন্ড্রু কিশোর গেয়েছেন ‘আমার বাবার মুখে’, ‘আমি চিরকাল প্রেমেরই কাঙাল’, ‘ভেঙেছে পিঞ্জর- মেলেছে ডানা’, এবং ‘কাঠ পুড়লে কয়লা হয়’ শিরোনামে গানগুলো।
এই অনুষ্ঠান সম্পর্কে এন্ড্রু কিশোর বলেন, ‘এই অনুষ্ঠানে আমি আমার জনপ্রিয় গানগুলোর মধ্যে কয়েকটি গান গেয়েছি। শ্যুটিং-এর সময়টা খুবই উপভোগ করেছি। আশা করি, অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে।’
সাতদিন/এমজেড