বিকেল ৫টা ১৫ মি, ঈদের ২য় দিন, বাংলাভিশন
শাহ আব্দুল করিমের গান নিয়ে
বন্ধু ফুলের ভোমরা
অংশগ্রহণে: কনা, নির্ঝর, কোনাল ও সালমা
উপস্থাপনা: জয় শাহরিয়ার
প্রযোজনা: তাহমিনা মুক্তা
শাহ আব্দুল করিমের কালজয়ী সঙ্গীতের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘বন্ধু ফুলের ভোমরা’ প্রচার হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে। অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন কনা, নির্ঝর, কোনাল ও সালমা। তাঁরা অনুষ্ঠানে গান গাওয়ার শাহ আব্দুল করিমের কালজয়ী গান নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জয় শাহরিয়ার।
‘বন্ধু ফুলের ভোমরা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ২য় দিন বিকেল ৫টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা।
সাতদিন/এমজেড