সকাল ১০টা ২০ মি, ১৫ জুলাই, বৈশাখী টিভি
আলাপ-এর অতিথি
চলচ্চিত্র ও নাট্যনির্মাতা আলভী আহমেদ
প্রযোজনা: পলাশ মাহমুদ
উপস্থাপনা: শান্তা জাহান
বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’-এর এবারের পর্বের অতিথি চলচ্চিত্র ও নাট্যনির্মাতা আলভী আহমেদ। ‘ইউ টার্ন’ চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেছেন আলভী আহমেদ। তবে নাট্যনির্মাতা হিসেবে কাজ করছেন আরও অনেক আগে থেকে। ‘স্টেশন ৭১’ নাটকের মাধ্যমে তিনি ছোট পর্দার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ২০০৬ সালে। তিনি প্রায় শতাধিক নাটক পরিচালনা করেছেন।
পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন শান্তা জাহান।
সাতদিন/এমজেড