সকাল ১০টা ৩০ মি, ঈদের ২য় দিন, জিটিভি

এক বিরতীর চলচ্চিত্র

‘অল্প অল্প প্রেমের গল্প’র টিভি প্রিমিয়ার

পরিচালনা: সরদার সানিয়াত হোসেন
অভিনয়: শখ, নিয়য়, মিশা শওদাগর


টেলিভিশন দর্শকদের কাছে ঈদে নাটক টেলিফিল্মের পাশাপাশি সিনেমার চাহিদাও থাকে অনেক বেশি। পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসে সিনেমা দেখার মজাই আলাদা। আর তাই তো জনপ্রিয় সিনামাগুলোর টিভি প্রিমিয়ার হয় এই সময়ে। কিন্তু বিজ্ঞাপনের ভিড়ে সিনেমা দেখার আনন্দ অনেকটাই মাটি হয়ে যায়। এয়ারটেল এবার দর্শকদের কথা মাথায় রেখেই ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমার টিভি প্রিমিয়ারের আয়জন করেছে ভিন্ন ভাবে। ওয়ান ব্রেক মুভি অর্থাৎ একটি মাত্র বিরতি হবে সিনেমা চলার মাঝে। ওয়ান ব্রেক মুভি কনসেপ্টে এর আগে দেশীয় কোন সিনেমার প্রিমিয়ার হয়নি।

‘অল্প অল্প প্রেমের গল্প’ এয়ারটেল-এর সৌজন্যে প্রচারিত হবে ঈদের ২য় দিন গাজী টিভিতে সকাল সাড়ে দশটায়। সিনেমাটি পরিচালনা করেছেন সরদার সানিয়াত হোসেন। অভিনয় করেছেন শখ, নিয়য়, মিশা শওদাগর প্রমুখ।

সাতদিন/এমজেড

১৯ জুলাই ২০১৫

মুভি

 >  Last ›