রাত ১০টা ৩০মি, ঈদের ২য় দিন, জিটিভি
সেলিব্রেটি টক শো ‘সিনে সেলিবস’-এ
অনন্ত জলিল ও বর্ষা
উপস্থাপনা: সামিয়া আফরিন
প্রযোজনা: এইচ এ এম রাজন
এবারের ঈদুল ফিতরে জিটিভি প্রচার করবে আমাদের দেশের চলচ্চিত্রের নায়ক-নায়িকা অংশগ্রহনে বিশেষ আড্ডানুষ্ঠান ‘সিনে স্লেবস’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলাচিত এবং জনপ্রিয় টিভি উপস্থাপিকা সামিয়া আফরিন। জিটিভির সাত দিন ব্যাপী অনুষ্ঠান সূচীতে ২য় এবং ৩য় দিন মোট ২টি পর্ব দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
ঈদের ২য় দিন অতিথি হিসাবে থাকবেন সুপার হিরো অনন্ত জলিল এবং সুপার হিরোইন বর্ষা এবং ঈদের ৩য় দিন অতিথি হিসাবে থাকবেন চিত্র নায়ক বাপ্পী এবং চিত্রনায়িকা মাহি। বর্তমান সময়ের চলচ্চিত্রের অবস্থা, তাদের পছন্দের গান, তাদের পছন্দের তারকা সম্পর্কে কথোপকথন এবং সেই সাথে দেখানো হবে কিছু ক্লিপস ও গান।
এ সম্পর্কে সামিয়া আফরিন বলেন- সিনেমার নায়ক-নায়িকার প্রতি সব শ্রেনীর দর্শকদের একটি বাড়তি আগ্রহ থাকে। সবাই জানতে চায় রূপালী জগতের তারকাদের জীবনের নানা ঘটনার। এই অনুষ্ঠানে আড্ডার মাধ্যমে এই চার তারকার এমন কিছু দিক উঠে এসেছে যা দর্শক এর আগে জানতো না। সব মিলে আশা করছি অনুষ্ঠান দুটি দর্শকদের ভালো লাগবে।