বিকাল ৩টা, ঈদের দিন থেকে ৩য় দিন এবং
বিকাল ৫টা ২০মি, ঈদের ৪র্থ দিন থেকে ৭ম দিন, জিটিভি
শোবিজের তারকাদের অংশগ্রহণে
সেলিব্রেটি ক্রিকেট
পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিতে দেশের শোবিজের সেলিব্রেটিরা খেলবেন ক্রিকেট। মাঠে খেলেছেন অনেক আগেই সেটাই সম্প্রচার করবে জিটিভি। ছয় পর্বের এই ক্রিকেট ফেস্টিভাল সম্প্রচার শুরু হবে ঈদের দিন, চলবে সাত দিন। ঈদের দিন থেকে ঈদের ৩য় দিন প্রচার হবে বিকাল ৩টায় এবং ৪র্থ থেকে ৭ম দিন প্রচার হবে বিকাল ৫টা ২০মিনিটে। ঈদের সময়ে বাংলাদেশের মানুষকে অনাবিল আনন্দ দিতে জিটিভির এই আয়োজন।
ক্রিকেট ফেস্টিভালে ছয়টি দল অংশগ্রহণ করবে। প্রত্যেক দলে আট জন করে নিয়মিত খেলোয়াড় এবং চার জন বিকল্প খেলোয়াড় থাকবেন। নিয়মিত আট জন খেলোয়াড় এর মধ্যে থাকবে টেলিভিশন সেলিব্রেটি সাত জন এবং জাতীয় ক্রিকেট দলের বর্তমান অথবা সাবেক খেলোয়াড়ের মধ্যে একজন। আবার পুরুষ ও নারী উভয় খেলোয়াড়ই থাকবেন প্রতিযোগী দলগুলোতে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে ছয়টি দল মোট ১৫ টি লীগ ম্যাচ খেলবে যার মধ্যে থেকে ২টি সেমিফাইনাল ও ১ টি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
সাতদিন/এমজেড