বিকাল ৫টা ২০মি, ঈদের ২য় দিন, জিটিভি
আঞ্চলিক নাটক: লন্ডন ড্রীম
রচনা ও পরিচালনা: আর বি প্রীতম
অভিনয়: সাজু খাদেম, শানারৈ দেবী শানু, শামিরা খান মাহি
রুমেলেন জন্ম এবং বেড়ে ওঠা সিলেটে। সে শুদ্ধ বাংলায় কথা বলতে পারেনা, সিলেটের আঞ্চলিক ভাষায় সে কথা বলে এবং একটু আধটু ভাঙাচোরা ইংরেজী বলতে পারে। ছোট বেলা থেকেই তার স্বপ্ন সে লন্ডনে যাবে। কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা বাধা হয়ে দাড়ায়। লেখাপড়ায় সে বরাবরই ফেল করতো, শুধুমাত্র ইংরেজীতেই ৩৩ নম্বর পেয়ে পাশ করতো তাই লন্ডনে যাওয়ার স্বপ্ন বাসা বাধতে থাকে মনে। এদিকে তার পরিবারের আর্থিক অবস্থাও তেমন ভালো না। তাই সে চিন্তায় পরে যায় কিভাবে লন্ডন যাবে। হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো সে যদি কোন লন্ডনের সিটিজেনশীপ পাওয়া মেয়েকে বিয়ে করতে পারে তাহলেই কেবল লন্ডনে যেতে পারবে। এর পর থেকে সে প্রতিদিনই পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপণ দেখতে থাকে। কয়েকজনকে খুঁজেও পায় এবং দেখা করে। কিন্তু কাউকেই তার পছন্দ হয় না। কারন কেউ হয়তো তার চেয়ে বয়সে বড়। কেউ আবার দেখতে অসুন্দর। চিন্তায় পড়ে যায় রুমেল। এরই মাঝে সে তার বন্ধুর কাছে খবর পায় যে, বন্ধুর দুঃসম্পর্কের খালাতো বোন আসছে লন্ডন থেকে। এর পরই রুমেলের জীবনে ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা । রুমেল কী পারবে লন্ডন যেতে ? জানতে হলে দেখুন হাসির নাটক ‘লন্ডন ড্রীম’।
আর বি প্রীতমের এর রচনা ও পরিচালনায় নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন - সাজু খাদেম, শানারৈ দেবী শানু, শামিরা খান মাহি প্রমূখ। নাটকটি জিটিভির ঈদ আয়োজনের ২য় দিন বিকাল ৫টা ২০মিনিটে জিটিভিতে প্রচার হবে।