বিকাল ৫টা ২০মি, ঈদের ৩য় দিন, জিটিভি

আঞ্চলিক নাটক: সিল্কসিটি

রচনা ও পরিচালনা: মঞ্জুরুল হাসান
অভিনয়: শ্যামল মাওলা, শশী, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি


সিল্কসিটি রাজশাহীর ডানপিটে মেয়ে ইমা হঠাৎ করেই একেবারে শান্ত হয়ে গেছে। আর এর কারন জেনে যায় ইমার বাবা পুলিশ অফিসার ইমান আলী। আমান আলী শুধু নামে নয় কাজেও ঈমানদার। চাকরীর শেষ বয়সে এসে নিজ জেলা নওগাঁর পাশে রাজশাহীতে পোস্টিং পেয়েছেন। তার হাত ফসকে যায় এমন চোর-ডাকাত হাতেগোনা।
এই সিল্কসিটির বেকার যুবক আনাম। এমন ছেলেকে ভালোবেসেই ইমা চুপচাপ হয়ে আছে সেটা ইমান আলী জানতে পেরে কৌশলে এক ধনাঢ্য ব্যবসায়ীর ছেলের সাথে ইমার বিয়ের পাকা কথা দিয়ে ফেলে। জীবনে এই প্রথম

ইমান আলী যাচাই বাছাই ছাড়া একমাত্র মেয়ের বিয়ে ঠিক করেছেন।

এইদিকে আনাম এবং ইমা সুযোগ বুঝে স্থানীয় কাজী অফিসে গিয়ে বিয়ে করে। কিন্তু বিয়ের পর শুরু হয় তাদের জীবনে খুঁনসুটি। প্রতি পদে পদে দু’জন দুজনকে দোষারোপ করলেও কেউ কাউকে ছেড়ে যায় না।
গল্প আগাতে থাকে সেই সাথে তাদের দু’জনের বিপদও বাড়তে থাকে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-- শ্যামল মাওলা, শশী, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

মঞ্জুরুল হাসানের রচনা ও পরিচালনায় নাটকটি জিটিভির ঈদ আয়োজনের ৩য় দিন বিকাল ৫টা ২০মিনিটে প্রচার হবে।

২০ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›