রাত ১২টা, ঈদের ৬ষ্ঠ দিন, জিটিভি
স্পেশাল স্টুডিও কনসার্ট
‘গানোফোন’-এর অতিথি
সুমি ও ব্যান্ড চিরকুট
উপস্থাপনা: এ্যানি
জিটিভির ঈদ স্পেশাল ফোনোলাইভ স্টুডিও কনসার্ট গানোফোন। অনুষ্ঠানের প্রতি পর্বকে সাজানো হয়েছে ব্যাতিক্রমী ভাবে। যা আমাদের দেশীয় টিভি চানেলে প্রচারিত স্টুডিও কনসার্ট থেকে আলাদা।
এই প্রথমবারের মতো বাংলাদেশের কোন ফোনো লাইভ স্টুডিও কনসার্টে ফোনের দর্শকদের পাশাপাশি এস এম এস ও ফেইসবুক বন্ধুরাও অংশগ্রহণ করতে পারবেন। থাকছে তারকাদের অনুরোধের গান এবং আমন্ত্রিত শিল্পীর নিজের পছন্দের শিল্পীর গান। সরাসরি গান ও আড্ডায় দেশের জনপ্রিয় সব শিল্পীদের সঙ্গে নিয়ে দর্শকদের মাতাবেন জনপ্রিয় মডেল ও টিভি উপস্থাপক এ্যানি।