সন্ধ্যা ৭টা ৩০ মি, ঈদের ৩য় থেকে ৭ম দিন, জিটিভি

ঈদ ধারাবাহিক: মিরর গেম

রচনা ও পরিচালনা: গৌতম কৌরীর
অভিনয়: অপুর্ব, রোজা পরমিতা


কোলকাতা থেকে ঢাকায় এসেছে এন্থি। ঢাকা আসার আগেই সে এখানে একটি অ্যাপার্টমেন্ট ঠিক করে রেখেছে। সেখানেই উঠছে এন্থি। বাসা গোছগাছ করার সময় আগের ভাড়িটিয়ার রেখে যাওয়া একটি কুরিয়ারের প্যাকেট পায় সে। প্যাকেট খুলে চমকে উঠে এন্থি। একটা ডিভিডি ছাড়া কিছুই নেই এই প্যাকেটে। নিজের ল্যাপটপে ডিভিডিটা প্লে করে এন্থি। এবার আরও চমকে যায়। ডিভিডিতে সে দেখতে পায় একটি মেয়ের ভিডিওবার্তা। সে খুব বিপদে আছে। সে কারও সাথে ফোন কিংবা ফেসবুক কোনটাতেই যোগাযোগ করতে পারছে না। কেউ একজন তাকে ফলো করছে। এন্থি বিভিন্ন ভাবে অনুসন্ধান করতে থাকে এই ভিডিও তার বাসায় কেন এলো। মেয়েটাকে খুজতে থাকে।

এক পর্যায়ে কুরিয়ার সার্ভিস অফিসে যায় এন্থি। সেখানে গিয়ে দেখতে পায় যে একটি ছেলেকে উদ্দেশ্য করেই এই ডিভিডি ক্লিপ। এন্থি কুরিয়ার থেকে ঠিকানা নিয়ে ঐ ছেলের বাসায় যায়। ছেলেটাকে এসব বলতেই সে এন্থির সাথে বাজে ব্যাবহার করে এবং তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এভাবেই চলে নাটকের নানা নাটকীয়তা ।

গৌতম কৌরীর রচনা ও পরিচালনায় এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অপুর্ব, রোজা পরমিতা প্রমুখ।

২১ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›